আজ আমায় কৌপীন দে গো ভারতী গোসাই,
কাঙ্গাল হব মেঙ্গে খাব রাজ-রাজ্যের আর কার্য নাই।।
এমনি যদি নাই পারি
ভিক্ষার ছলে বলব হরি
... এই বাসনা মনে করি, বলিব নাম ঠাই অঠাই।।
সাধু শাস্ত্রে জানা গেলো
সুখ চেয়ে সোয়াস্তি ভালো
খাই বা না খাই সে নিষ্কলহ, তাতে যদি মুক্তি পাই।।
সপ্নে যেমন রাজ-রাজ্য পায়
ঘুম ভাঙ্গিলে সব মিথ্যা হয়
এমনি জানো সংসারময়, লালন ফকির কেঁদে কয়।।
আজ আমায় কৌপীন দে গো ভারতী গোসাই।
ডাউনলোড
Sunday, September 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment