মনের ময়লা...
না ঘুচিলে মনের ময়লা
সেই সত্য পথে না যায় চলা।।
...
মন পরিস্কার কর আগে
অন্তর বাহির হবে খোলা।
তবে যত্ন হলে রত্ন পাবে
এড়াবে সংসার জ্বালা।।
স্নান আদি বস্ত্র পরিস্কার
অঙ্গে ছাপা জপমালা।
দেখ এ সকলি ভ্রান্ত
কেবল লোক দেখানো ছেলেখেলা।।
ভবনদী তরবি যদি
তার যোগাড় কর এই বেলা।
(লালন সাঁই)
সিরাজের প্রেমে মগ্ন হলে
লালন তোর ঘুচে যাবে মনের ঘোলা।।
Sunday, September 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment