Sunday, September 11, 2011

পিরিতি অমূল্যনিধি - লালন

পিরিতি অমূল্যনিধি
বিশ্বাসমতে কারো হয় যদি
এক পিরিত শক্তিপদে মজেছিলো চন্ডীচাঁদে
জানলে সে ভাব মনকে বেঁধে ঘুচে যেতো পথের বিবাদী
এক পিরিত ভবানীর সনে করেছিলো পঞ্চাননে
... নাম রটিল ক্রিভুবনে কিঞ্চিৎ ধ্যানে মহাদেবব সিদ্ধি
একপিরিত ররাধ অঙ্গ পরশিয়ে শ্যাম গৌরাঙ্গ
করো লালন এমনই সঙ্গ সিরাজ শাঁই কয় নিরবধি

0 comments:

Post a Comment