হতে চাও হুজুরের দাসী
মনে গলদ পুরা রাশিরাশি।।
না জানো সেবা সাধনা না জানো প্রেম উপাসনা
সদাই দেখি ইতরপনা
প্রভু রাজি হবে কিসি।।
...কেশ বেঁধে বেশ করলে কি হয়
রসবোধ না যদি রয়।
রসবতী কে তারে কয় কেবল মুখে কাষ্ঠহাসি।।
কৃষ্ণপদে গোপী সুজন করেছিলো দাস্য সেবন
লালন বলে তাই কিরে মন
পারবি ছেড়ে সুখবিলাসী।।
ডাউনলোড
Wednesday, August 31, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment