Wednesday, September 21, 2011

তরিকতে দাখিল না হলে - লালন

তরিকতে দাখিল না হলে
শরিয়ত হবে না আদায়
যেয়ে পড়বি গোলেমালে ।।

শরার নামাজের বীজ
... আরকান আহ্কাম তের চিজ
তরিকতের আরকান আহ্কাম
কয় চিজে বলে ।।

সালেকী মজ্জবী হয়
হকিকতে হয় পরিচয়
মারফত সেই সিদ্ধের মোকাম
নয়ন দেখ নারে খুলে ।।

আত্মতত্ত্ব জানে যে
সব খবরের জবর সে
লালন ফকির ফ্যারে প'ল
নিগূঢ় পথ ভুলে ।।

0 comments:

Post a Comment