অখণ্ড মণ্ডলাকারং বাপ্তং যেন চরাচর
গুরু তুমি পতিত পবন পরম ঈশ্বর
ব্রহ্মা বিষ্ণু শিব তিনে ভজে তোমায় নিশদিনে
তোমা বিনে জানি না অন্যে তুমি গুরু পরাৎপর
...
ভজে যদি না পাই চরণ তোমার এ দোষ আমি দেব বা কার
নয়ন দুটি তোমার উপর যা কর তুমি এবার
আমি লালন একই শিরে ভাই বন্ধু নাই আমার জোড়ে
ভুগে ছিলাম পক্স-জ্বরে মলম শাহ্ করন উদ্ধার
Friday, September 23, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment