Wednesday, September 21, 2011

মুহাম্মাদ মুস্তাফা নবী প্রেমের রাসুল - লালন

মুহাম্মাদ মুস্তাফা নবী প্রেমের রাসুল
যারে দেখলে সবাই পাগলিনি
জগত হয় আকুল

ইশকে আল্লাহ ইশকে রাসুল
... ইশকেতে ভাই জগতের মুল
ইশক বিনা ভজন সাধন
সব হয় ভুল

গরিব নেওয়াজ মইনুদ্দিন
আব্দুল কাদির মহিউদ্দিন
শাহ্‌ জালাল, শাহ্‌ মাদার
সবাই নেয় তার চরণের ধুল

কেয়ামত বিচারের দিনে
মমিন নিবে খোদা চিনে
সিরাজ সাই কয় প্রেম গুনে
লালন অকালে তুই পাবি কুল

0 comments:

Post a Comment