রাখো কিংবা মারো
এই দয়া করো
থাকিনা যান তোমারে ভুলিয়া
নিশি-দিনে
... শয়নে-স্বপনে
পরাণে পরাণ মিশাইয়া
এই আঁধার রাতে
নেও যদি সাথে
নিজ গুণে পথ দেখাইয়া, দয়াল
থাকিনা যান তোমারে ভুলিয়া
আমি তোমারে পাগল
ভরসা কেবল
দ্বীনবন্ধু তোমার নাম শুনিয়া
নেও যদি খবর
হইব অমর
নামের সুধা পান করিয়া, দয়াল
থাকিনা যান তোমারে ভুলিয়া
দয়াল নাম তোমার
জগতে প্রচার
জীবেরে দয়া করো বলিয়া
আব্দুল করিম বলে
রেখ চরণ তলে
দিয়না দূরে ঠেলিয়া, দয়াল
থাকিনা যান তোমারে ভুলিয়া
Download Links
http://www.mediafire.com/?z78t8dn4iecnxxx
http://www.mediafire.com/?3rj85fm990zazea
http://www.mediafire.com/?bb4mt9exz67v9k7
Wednesday, September 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment