আমার মাত্র দুই খান চাকা এক খান গাড়ি ।।
তাহার উপর বানাইছো সাঁই ,
তিন মহলা বাড়ি ,
সে গাড়ি খালে বিলে ডাঙ্গায় চলে ।।
দুপুর বেলা নাইবে জলে ,
... ও সাঁই আমার পরম পুঙ্জি গুরু সাঁই ,
বল বাড়ির বোঝা গাড়ি থাকে কই নামাই ।।
গাড়ি আমার বাড়ির ভারে টলমলায় ,
আমি করে ছাইরে কারে রাখি ,
এখন কী উপায় গো সাঁই এখন কী উপায় ।।
আমার মাত্র দুই খান চাকা এক খান গাড়ি ।।
Tuesday, September 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment