Tuesday, September 20, 2011

কে এমন চাঁদ রূপসী - কারী আমির উদ্দীন

কে এমন চাঁদ রূপসী জাদু ভরা মুখের হাসি

আওলা কেশী সর্বনাশী পাগল করেছে

আমারে পাগল করেছে ।।



ভুলিতে পারিনা ফিরে ফিরে চাই

প্রাণ কারিয়া নিল রূপের এত যে বড়াই

প্রেম সাগরের তীরে এলো অপরূপ ধরে

জানিনা এই মায়াবিনী কেন এসেছে

আমারে পাগল করেছে ।।



গঠনে বরণে স্বাহ্যে গুণ গাহে যার

প্রেমিক মনে বুঝেনিতে কি বলিব আর

আড়ে আড়ে চায় আহা চোখ ফিরানো দায়

জানিনা কোন উপাসনায় দেখা দিয়েছে

আমারে পাগল করেছে ।।



যত রূপে দেখা দিল মনেরি স্বাদে

এই রূপের তুলনা দিতে বিবেকে বাদে

যৌবন করলে দান হইতাম বড় ভাগ্যবান

আমির উদ্দীন জাত কুলমান ভুলিয়া গেছে

আমারে পাগল করেছে ।।

0 comments:

Post a Comment