Tuesday, September 20, 2011

মনি হারা ফনি যেমন - লালন

মনি হারা ফনি যেমন
প্রেম রসিকের দুটি নয়ন
কি দেখে কি করে সে জন
কে তার অন্ত পায়
গুরুজি কয় বারে বারে
... শোনরে লালন বলি তোরে
তুই মদনরসে বেড়াস ঘুরে
সে প্রেম মনে কই দাড়ায়.

0 comments:

Post a Comment