প্রেম পাথারে যে সাঁতারে
তার মরণের ভয় কি আছে।
স্বরূপ মরণে সদা মত্ত যারা ঐ কাজে।।
শুদ্ধ প্রেম রসিকের ধর্ম
মানে না বেধ বিধির কর্ম
... রসরাজ রসিকের মর্ম
রসিক বৈ আর কে জেনেছে।।
শব্দ স্পর্শ রূপ রস গন্ধ
এই পঞ্চে হয় নিত্যানন্দ
যার অন্তরে সদা আনন্দ
নিরানন্দ জানে না সে।।
পাগল পায় পাগলের ধারা
দুই নয়নে বহে ধারা
যেন সুরধনীর ধারা
লালন কয় ধারায় ধারা মিশে আছে।।
ডাউনলোড
Monday, September 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment