Sunday, September 11, 2011

এ জনম গেলোরে অসার ভেবে - লালন

এ জনম গেলোরে অসার ভেবে
পেয়েছো মানবজনম হেল দুরলভ জনম আর কি হবে
জননীর জঠরে যখন অধোমুন্ডে ছিলেরে মন
বলেছিলে করবো সাধন এখন কি তা মনে হয় না ভেবে
কারে বলো আমার আমার তুমি কার আজ কে বা তোমার
... যাইবে সকল গুমার যেদিন শমন রায় আসিবে
এদিনে সেদিন ভাবলে না কী ভেবে কী করো মনা
লালন বলে যাবে জানা হারলে বাজি কাঁদলে কী আর হবে.....

0 comments:

Post a Comment