Thursday, September 15, 2011

চিরদিন পুষলাম এক অচিন পাখি - ফকির লালন সাঁই

চিরদিন পুষলাম এক অচিন পাখি
ভেদ-পরিচয় দেয় না আমায়
(আমার) ঐ খেদে ঝুরে আঁখি।।


বুলি বলে শুনতে পাই
রূপ কেমন দেখিনা ভাই
... (আমি) ভীষণ ঘোর দেখি
চেনাল পেয়ে চিনে নিতাম
(আমার) যেতো মনের ধুকধুকি।।


পোষা পাখি চিনলাম না
এ লজ্জা তো যাবে না-
(আমি) উপায় কি করি!
কোন দিনে-যে উড়ে যাবে
(আমার) ধুলো দিয়ে দুই চোখই।।

0 comments:

Post a Comment