আত্ম সুখে সুখী যারা
প্রেম রতন কি চিনেনা
পীড়িতি সকলেই বুঝেনা ।।
যে মইজাছে রূপের সনে
কালির লেখা তার কি মানে মনে
ও সে ভয় করেনা ঝড়-তুফানে
পার হয়ে যায় যমুনা ।।
পীড়িতি বিষম খেলা
চণ্ডীদাস যে রূপে ভুলা গো
তেমনি লাইলির প্রেমে মজনু ভুলা
লাইলার নাম আর ছাড়েনা ।।
উকিলে গায় মনরে কানা
প্রেমের ঢেউ কি তোর লাগেনা
ও সে এই জন্মের পীড়িতের খেলা
ভাঙলে খেলা থাকেনা ।।
Wednesday, August 31, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment