Wednesday, August 31, 2011

বন্ধুর প্রেমের একি যন্ত্রণা - ইসরাইল শাহ্‌

জানতাম যদি আগে আমি

তার প্রেমেতে হাত দিতাম না

বন্ধুর প্রেমের একি যন্ত্রণা ।।



আপন সাধে প্রেম করিলাম

অমৃত জেনে গরল খাইলাম

কুলের মাথায় কালি দিলাম

কলঙ্ক নাম ঘোষণা ।।



যে যন্ত্রণা আমার বুকে

বুঝবে কি জগতের লোকে

জ্বলে আগুন থেকে থেকে

জল দিলে বারণ হয়না ।।



পড়িয়া পীড়িতের ফান্দে

ইসরাইল বসিয়া কান্দে

যত দুঃখ দিল বন্ধে

বলতে মুখে পারিনা ।।

0 comments:

Post a Comment