Monday, August 22, 2011

রাত্রি জাগা আর জোছনা দেখা - অনিতা

রাত্রি জাগা আর জোছনা দেখা
হলনা তো, হলনা
হৃদয় ভাঙ্গার এই নিঃস্ব শহরটা
বসে আছি তাই একা

...কথা ছিলো একদিন জোছনা রাতে
শহরের সব কোলাহল ঘুম পাড়িয়ে
পৃথিবীটা রূপকথা বানিয়ে
চেয়ে থেকে চাঁদের দিকে
ভালবাসা-গল্প হবে অনুভবে ...
আসলে না তুমি আসলে না, নিলেনা মোর ভালবাসা
মিটলো না, তাই মিটলো না পথের সেই প্রতীক্ষা ...

রাত্রি জাগা আর জোছনা দেখা
হলনা তো, হলনা
হৃদয় ভাঙ্গার এই নিঃস্ব শহরটা
বসে আছি তাই একা

Download

0 comments:

Post a Comment