রজনী হইসনা অবসান ---
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালা চান ।।
কত নিশি পুহাইল মনের আশা মনে রইল
কেন বন্ধু আসিল না জুড়ায় না পরান
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালা চান ।।
বাসর সাঁজাই আশার আসে আসবে বন্ধু নিশির শেষে
দারুণ পীড়িতের বিষে ধরিল উজান
আজ নিশিতে আসতে পারে বন্ধু কালা চান ।।
মেঘে ঢাকা আঁধার রাতে কেমনে থাকি একা ঘরে
সাধক চান মিয়া কয় কানতে কানতে হইলাম ...
Wednesday, August 31, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment