তুমি সোজা রাস্তায় চলরে মন
ভবের বোঝা লয়ে মাথে
যেওনা মন কু-পথে
পায় ধরে কই গুরু ভজ
যেওনা মন কু-পথে ।।
কু-পথে বাড়ায়ে পাও
দুখ পেওনা মাথা খাও
আনন্দে হরি গুণ গাও
কেউ যাবেনা কারো সাথে ।।
আসবে শমন বাঁধবেরে মন
শুনবেনা কারো বিনয় বারণ
হুশে থাক কয় মনমোহন
ধরে চরণ জোর হাতে ।।
Wednesday, August 31, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment