ইশারায় শিস দিয়ে আমাকে ডেক না
কামনার চোখ নিয়ে আমাকে দেখ না
লাজে মরি মরি মরি গো
ষোলটি বছর পার হয়েছে
বুঝিনি কখনো আগে
জীবনে প্রথম ফাগুন এলে
মনেতে আগুন লাগে
সে আগুন তুমি লাগালে যখন
এখন আমি কি করি
লাজে মরি মরি মরি গো
ইশারায় শিস দিয়ে আমাকে ডেক না
কামনার চোখ নিয়ে আমাকে দেখ না
লাজে মরি মরি মরি গো
না পারি রইতে না পারি সইতে
পাগল করে যে দিলে
নেভে না জলে এ কোন জ্বালা
অঙ্গে জড়িয়ে নিলে
সে জ্বালা নেভাতে প্রেমের সাগরে
দু'জনেই ডুবে মরি
লাজে মরি মরি মরি গো
ইশারায় শিস দিয়ে আমাকে ডেক না
কামনার চোখ নিয়ে আমাকে দেখ না
লাজে মরি মরি মরি গো
অডিও
ভিডিও
Friday, December 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment