Friday, December 17, 2010

ইশারায় শিস দিয়ে আমাকে ডেক না

ইশারায় শিস দিয়ে আমাকে ডেক না
কামনার চোখ নিয়ে আমাকে দেখ না
লাজে মরি মরি মরি গো

ষোলটি বছর পার হয়েছে
বুঝিনি কখনো আগে
জীবনে প্রথম ফাগুন এলে
মনেতে আগুন লাগে
সে আগুন তুমি লাগালে যখন
এখন আমি কি করি
লাজে মরি মরি মরি গো

ইশারায় শিস দিয়ে আমাকে ডেক না
কামনার চোখ নিয়ে আমাকে দেখ না
লাজে মরি মরি মরি গো

না পারি রইতে না পারি সইতে
পাগল করে যে দিলে
নেভে না জলে এ কোন জ্বালা
অঙ্গে জড়িয়ে নিলে
সে জ্বালা নেভাতে প্রেমের সাগরে
দু'জনেই ডুবে মরি
লাজে মরি মরি মরি গো

ইশারায় শিস দিয়ে আমাকে ডেক না
কামনার চোখ নিয়ে আমাকে দেখ না
লাজে মরি মরি মরি গো

অডিও
ভিডিও

0 comments:

Post a Comment