Friday, December 17, 2010

দুটি মন আর নেই দু'জনার - চিত্রা সিং

দুটি মন আর নেই দু'জনার
রাত বলে আমি সাথী হবো যে
ফাগুনের রাতে আমি
রূপকথা হয়ে কাছে রবো যে

ফুল বলে রঙে আর ছেয়ো না
পাখী বলে আর গান গেয়ো না
আমাদের মিতালী মায়াতে
কানে কানে কত কথা কব যে

শুকতারা বলে আমি আছি তো
দিশাহারা হতে আর ভয় কি
পাছে ঘুম ঝরে পড়ে দু'চোখে
হাসি মুখে তাই জেগে রবো যে


[ ডাউনলোড]

0 comments:

Post a Comment