Friday, December 17, 2010

ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কি'বা মৃদু বায় - রবীন্দ্র সংগীত

ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কি'বা মৃদু বায় ।।
তটিণী-র হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায় ।
পিক কি'বা কুঞ্জে কুঞ্জে ।।
কুউহু কুউহু কুউহু গায়,
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় ।

ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কি'বা মৃদু বায় ।।
তটিণী-র হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায় ।
পিক কি'বা কুঞ্জে কুঞ্জে ।।
কুউহু কুউহু কুউহু গায়,
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়।

ডাউনলোড

এই গান টারই ইংরেজী ভার্শন (মূলত স্কটিশ)। একই সুরে।
Ye Banks and Braes
Lyricist : Robert Burns
Artist: Unknown

Ye banks and braes o' bonnie Doon
How can ye bloom sae fresh and fair?
How can ye chaunt, ye little birds,
And I sae weary, fu' o' care.
Ye'll break my heart, ye warbling bird
That wanton through the flowery thorn,
Ye mind me o' departed joys,
Departed, never to return.

Oft ha'e I roved by bonnie Doon
To see the rose and woodbine twine,
And ilka bird sang o' its love,
And fondly sae did I o' mine.
Wi' lightsome heart I pu'd a rose
Fu' sweet upon its thorny tree
But my fause lover stole my rose,
And Ah! he left the thorn wi' me.

ডাউনলোড


একই গানের হিন্দি ভার্শন

ঝুম ঝুম ফুলে ফুলে মাচাল্ রাহি হে বাঁয়া ।।
নাদীয়া হিন্দোলা ঝুলে চঞ্চলা বাহিয়া যায়।
কোয়েলিয়া কুঁজন কুঁজনা ।।
মুঁউহু মুঁউহু মুঁউহু গায়,
না জানু কিস কারণ মেরা প্রাণ আকুলায় হায় ।।


ঝুম ঝুম ফুলে ফুলে মাচাল্ রাহি হে বাঁয়া ।।
নাদীয়া হিন্দোলা ঝুলে চঞ্চলা বাহিয়া যায়।
কোয়েলিয়া কুঁজন কুঁজনা ।।
মুঁউহু মুঁউহু মুঁউহু গায়,
না জানু কিস্ কারণ মেরা প্রাণ আকুলায় হায় ।।


ডাউনলোড
নেওয়া হয়েছে এন্তার এত্তেলা'র ব্লগ থেকে

0 comments:

Post a Comment