Wednesday, November 24, 2010

উপসংহার - ব্ল্যাক

দাঁড়িয়ে থেকো সরে যেওনা
এখানে দাঁড়ানো তোমার অধিকার
আর কিছু নেই হারাবার
জয়ী হলে সবই তোমার।
তুমি নও কারও নিয়ন্ত্রণে
প্রয়োজন নেই কারও প্রভূত্বের।
আর কোনও পথ নেই হাঁটার
একটাই পথ সব ফিরে পাবার
আমাকে বাধা দিলে তুমি …
আমাকে সরিয়ে দিলে
জীবন দেখবে তোমার উপসংহার

0 comments:

Post a Comment