Wednesday, November 24, 2010

মানবজন্মে - ব্ল্যাক

তুমি জান কি
এই নিয়তি
আমি একাকী
পাখিটি দুঃখী
নিয়ত স্বপ্নের ক্ষয়
সহে যেতে হয়
জগৎ দুঃখময়
একাকী বোধ হয়।
তবুও এই মানবজন্মে
সবার সাথে মিলেমিশে থাকি।
মানুষের নিভৃত কান্না
শোকার্ত এই শহরে
ছড়ায় রাত্রির বাতাসে
চারিদিকের নিঃশ্বাসে
তবুও এই মানবজন্মে
সবার স্বপ্নে বিশ্বাস রাখি।

0 comments:

Post a Comment