জানি না
এভাবে কে বসে থাকে?
জীবনের বাঁ -পাশে হাঁটে।
আর দেখে বায়বীয় এক সুখ
ভীষন গোপন অসুখ।
এই তো সব
আর কিছু যে নেই
কেবলই শুন্যতার ছাই …
ভাসে নিরন্তর
ভাসে কেবলই বাঁ-পাশে
হাঁটে আর দেখে
বায়বীয় এক সুখ।।।
জীবনের বাঁ -পাশে
জানি না
এভাবে কে বসে থাকে?
জীবনের বাঁ -পাশে হাঁটে।
আর দেখে বায়বীয় এক সুখ
ভীষন গোপন অসুখ।
এই তো সব
আর কিছু যে নেই
কেবলই শুন্যতার ছাই …
ভাসে নিরন্তর
ভাসে কেবলই বাঁ-পাশে
হাঁটে আর দেখে
বায়বীয় এক সুখ
Wednesday, November 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment