Monday, November 22, 2010

সবাই জানে - প্রিন্স মাহমুদ

আসমানের তারা জানে
জানে জমিনের ফুল
ভালোবেসে তোমায়
করি নাই ভুল
শালিক জানে! চড়াই জানে!
জানে গাঙের ভাঙা কূল
ভালোবেসে তোমায়
করি নাই ভুল।

রোদে শুধু পোড়ে না মন
জোছনালোকেও পোড়ে
সেই পোড়াতে মন উচাটন
আছি তোমার ঘোরে
আছি তোমার ঘোরে।
চড়াই জানে! শালিক জানে!
জানে গাঙের ভাঙা কূল
ভালোবেসে তোমায়
করি নাই ভুল।

চন্দ্ররাতে দু'জনাতে
পুবের বাঁশবাগানে
নিভলো পিদিম তোমার হাতে
উধাও মনের টানে
উধাও মনের টানে
জলজ বাতাস সেও জানে
জানে গাঙের ভাঙা কূল
ভালোবেসে তোমায়
করি নাই ভুল।

অ্যালবাম : ভালোবাসে না

0 comments:

Post a Comment