চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করব কি
ঝিয়ের পেটে মায়ের জন্ম
তাকে তোমরা বলবে কি?
ছয় মাসের এক কন্যা ছিল
নয় মাসে তার গর্ভ হলো
এগার মাসে তিনটি সন্তান
কোনটা করবে ফকিরি?
ঘর আছে তার দুয়ার নাই
মানুষ আছে তার বাক্য নাই
কেবা তাহার আহার যোগায়
কে দেয় সন্ধ্যাবাতি?
লালন সাঁই ফকির বলে
মাকে ছুলে মরে ছেলে
এই তিন কথার অর্থ নইলে
তার হবেনা ফকিরি।
Saturday, November 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment