Saturday, November 6, 2010

মিলন হবে অন্ধকারে

মিলন হবে অন্ধকারে
জাত-অজাতের
কাজ কি রে তোর ল্যাম্ফোর আলোতে?

অন্ধকারে রূপের পুরী
মিলনে তার কারিকুরি
যে দেখেছে সেই মাধুরী
সবুরিতে ...

দেখে সে ভাব কইতে মানা
ভাবুক বিনে কেউ জানে না
ভাবেতে হয় লেনাদেনা
ভাবেরই সাথে ...

কাকা মহসিন অকপটে
বিনাকাজে বেড়াই ছুটে
অন্ধকারে হেঁটে হেঁটে
ধরেছে ভূতে ...

ডাউনলোড লিঙ্ক

0 comments:

Post a Comment