Saturday, November 6, 2010

তুমি বেশ বদলে গেছ - নজরুল সংগীত

তুমি বেশ বদলে গেছ
পুরোনো সৈকতে আর পানসি ভিরাও না।।

জানিনা কোন সাগরের ঝিনুক দেখে
একটি বারও পলক ফেরাও না
পুরোনো সৈকতে আর পানসি ভিরাও না।।


বিকেলের আলো যেমন সোনা নিয়ে
প্রণয়ের রং ঝরিয়ে সন্ধ্যা নামে,
তেমনি চাওয়ার ছিল তোমার কাছে
সাগর তলে তেমন কোনো পান্না হিরাও না।।

0 comments:

Post a Comment