Wednesday, November 24, 2010

উড়াল - ব্ল্যাক

ধর তুমি পেলে
শেকল আর ডানা
তুমি কি করবে?
উড়ে যাবে কি
বসে থাকবে কি
সবার মতো তুমিও
এসব নিয়মের শৃঙ্খল
রুদ্ধ করে তোমার স্বপ্ন, শান্তি
উড়ে যাবে কি (একটাই জীবন )
আটকে রাখবে কি (কে আটকে রাখে)
নিজেকে সবার মতো (সবার মতো তুমি নও)
তোমার অফুরন্ত জীবন
কে আটকে রাখে

0 comments:

Post a Comment