ধর তুমি পেলে
শেকল আর ডানা
তুমি কি করবে?
উড়ে যাবে কি
বসে থাকবে কি
সবার মতো তুমিও
এসব নিয়মের শৃঙ্খল
রুদ্ধ করে তোমার স্বপ্ন, শান্তি
উড়ে যাবে কি (একটাই জীবন )
আটকে রাখবে কি (কে আটকে রাখে)
নিজেকে সবার মতো (সবার মতো তুমি নও)
তোমার অফুরন্ত জীবন
কে আটকে রাখে
Wednesday, November 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment