Wednesday, November 24, 2010

মিডিয়া - ব্ল্যাক

তোমরা এখন যাই দেখছ
তোমরা এখন যাই শুনছ
তার কতটা যে সত্য তুমি কি তা জান?
তার কতটা যে মিথ্যা তুমি কি তা বোঝ?
সবাই আজ যাই করছে
সবাই আজ যাই ভাবছে
তার কতটা যে তোমাদের নিজের
তার কতটা যে অন্য সবার ছায়ার ওপারে
নিজেকে সবাই খোঁজে
অন্যের ছায়ায় অন্যের মাঝে
থাকবেনা তোমার কিছুই
যদি সেই ছায়া ঘিরে থাকে তোমাকে

0 comments:

Post a Comment