Wednesday, November 24, 2010

২০১১ - ব্ল্যাক

এই খোলা আকাশে সূর্যেরই নীচে
আমরা সবাই আছি তোমাদের ঠিক পাশে
সবুজ ও লালের এই দেশের মানুষ
দেখাবে জয় আমাদের
এগারো জনের সাথে আরও অনেক মানুষ
খেলছে খেলবে সব সময়
আমাদের দেশ খেলছে খেলবে
অনেক দিনের স্বপ্ন সত্যি করে
হাত বুকে রেখে দৃষ্টি আকাশে
বিশ্বাস রেখ তোমরাই পারবে
……………….
অ্যাই, কি কর তুমি
অ্যাই, আমাকে ভুলেছ কি?
অ্যাই, কেমন ছিল দিন তোমার?
অ্যাই, বাইরে বৃষ্টি
অ্যাই, আজ ভিজেছ কি
অ্যাই, দাঁড়াও একটু আসছি
এসবই এখন এই সময়ের ভালোবাসা শুধু আশা
কেন যে এমন হয়ে গেল সবাই আজ
অ্যাই, কোথায় গিয়েছিলে
অ্যাই, আমাকে না-বলে
অ্যাই, কি হয়েছে তোমার
অ্যাই,মনে হয় আমাদের
সব কিছু এখানেই শেষ
চল বন্ধু হয়ে যাই

0 comments:

Post a Comment