Wednesday, November 24, 2010

ফেরা - ব্ল্যাক

একাকী জীবন এখন আর না
ফিরে যাই ভিড়ের মাঝে
জীবন এখন অনেক মানবিক
হাত ধরে টানে আমাকে
একাকী সময় এখন আর না
ফিরে যাই মানুষের ঘরে
জীবন এখন অনেক মানবিক
হাত ধরে টানে আমাকে
আলোর অভিমূখে সময়ের
অপ্রতিরোধ্য যাত্রায়

0 comments:

Post a Comment