একবুক জ্বালা নিয়ে বন্ধু তুমি
কেন একা বয়ে বেড়াও
আমায় যদি তুমি বন্ধু মান,
কিছু জ্বালা আমায় দাও... (২)
ছিলাম কোথায় আমি
বলো তুমি কোথায় ছিলে? (২)
এক পলকের দেখায়
দূর থেকে কাছে এলে....
মনের টানে যদি আপন হলে
মন কেন লুকোতে চাও?
আমায় যদি তুমি বন্ধু মান
কিছু জ্বালা আমায় দাও।
একবুক জ্বালা নিয়ে বন্ধু তুমি
কেন একা বয়ে বেড়াও
কথা দিলাম বন্ধু
সাথী হয়ে রইব পাশে
তোমার তরে যদি
মরতে হয় মরব হেসে।
বন্ধুর বাধনে আজ তুমি
আমায় বেধে নাও
আমায় যদি তুমি বন্ধু মান,
কিছু জ্বালা আমায় দাও... (২)
একবুক জ্বালা নিয়ে বন্ধু তুমি
কেন একা বয়ে বেড়াও...
ডাউনলোড লিঙ্ক
Friday, April 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment