তোমার জন্য এ জীবন জানো কি,
তোমার জন্য ধরণী মানো কি;
আজ বলবো আমার ভালবাসা,
সুহাসিনী প্রিয়তমা।
পথ চলবো আমরা দু’জন,
প্রতিটি জনম প্রতিটি কদম;
করলাম আমি আজ এই শপথ,
প্রতিটি জনম,
তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা সুহাসিনী;
তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা.......।
স্মৃতিতেও তুমি, বিশ্বাসেও তুমি, প্রতিটি নিশ্বাসে তুমি;
দীর্ঘ রাত তুমি, স্বপ্নেও তুমি, দৃষ্টিসীমানায় তুমি।
বলছি এই পৃথিবীকে,
চেয়েছি তোমায় বিধাতার কাছে;
করলাম আমি আজ এই শপথ,
প্রতিটি জনম;
তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা সুহাসিনী;
তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা........।
চাও কি তুমি আমার ভালবাসা,
সুখী হয়ে দিতাম;
দেবো তোমায় সব উজাড় করে,
চাও যদি এই মনটাও।
দেবো তোমায় ভালবাসা,
প্রতিটি জনম প্রতিটি কদম;
করলাম আমি আজ এই শপথ,
প্রতিটি জনম,
তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা সুহাসিনী;
তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা........।
তোমার জন্য এ জীবন জানো কি,
তোমার জন্য ধরণী মানো কি;
আজ বলবো আমার ভালবাসা,
সুহাসিনী প্রিয়তমা।
পথ চলবো আমরা দু’জন,
প্রতিটি জনম প্রতিটি কদম;
করলাম আমি আজ এই শপথ,
প্রতিটি জনম,
তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা সুহাসিনী;
তোমাকে ভালবাসি ও আমার প্রিয়তমা.......।
ডাউনলোড লিংক
Friday, April 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment