Tuesday, April 6, 2010

এ রাতে - আশরাফ শিশির

এ রাতে, এমন রাত হবে জানা ছিল না
এমনও মায়াবী রাতে রাত এসে শুধু নেমে
এ কথা, এমন কেউ কখনও ভেবে যায় রাতের আকাশ
এখনও
দিন কেটে যাবে কুহুকী রাতের প্রেমে ।


এই গল্প ভরা রাতে, কিছু স্বপ্ন মাখা নীল নীল হাতে
বেপরোয়া কিছু উচ্ছাস, কিছু শঙ্কায় ভরা তারা জ্বলা রাতে
নির্ঘুম কিছু ল্যাম্পপোস্ট, কিছু পোস্টার বুকে রাত জাগা শহরে
ভেঙ্গে যায় কিছু সয়ে যায়,
কিছু ক্ষয়ে যায়, প্রিয়তম স্বপ্নের ওপাড়ে ।


বর্ণমালার মতো জমা অভিমান
বিপন্ন হয়ে
মায়াবী চাঁদের গান
তারার আলোয় বর্ণহীন ঝিলমিল
চাইলেই উড়ে যেতে পারে
মুক্ত ডানার যতো চিল.............


গল্পের এই রাতে
হৃদয়ের খুব কাছে ঝড় এসে থেমে যাক
রূপকথা হবে ইতিহাস
হেরে যাওয়া আকাশে মেঘফুল ফুটে থাক
নির্ঘুম কিছু ল্যাম্পপোস্ট, কিছু পোস্টার বুকে রাত জাগা শহরে
কিছু ক্ষয়ে যায়, প্রিয়তম স্বপ্নে ওপাড়ে ।

0 comments:

Post a Comment