Friday, March 5, 2010

মনের ভেতর - হাবিব ও ন্যান্সি

আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস
সে কথাটা জানতে চাই
ভালবাসার যতকথা হৃদয় দিয়েও শুনতে চাই
তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই


এ হৃদয়ে জ্বলেছে এক যাদুর মোমবাতি
তুমি আগুন হয়ে পুড়ছ আমার,সারা দিবারাতি॥
এ হৃদয়ে ফুটছে ফুল প্রেমের বারমাস
তুমি ফাগুন হয়ে রং ছুয়ালে মনেরও নীলাকাশ


এ প্রণয়ে অন্ধ হলাম প্রাণের আলো তুমি
দুঃখ এল ভুলে যেওনাবাচঁবো না তো আমি
এ প্রণয়ে কথা দিলাম র্সূয চন্দ্র তারা
স্বাক্ষী থেকে মরণ যেন হয় হয়না তোমায় ছাড়া


আমি তোমার মনের ভেতর
একবার ঘুরে আসতে চাই
আমায় কতটা ভালবাস
সে কথাটা জানতে চাই
ভালবাসার যতকথা হৃদয় দিয়েও শুনতে চাই
তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই

0 comments:

Post a Comment