পরান যায়, পরান যায়...
কেমনে রাখি বাঁন্ধিয়া
এই মনের পাখি বাঁন্ধিয়া
তুমি কাছে, তব যে দূরে
কতো যে দূরে, ওরে বঁধূয়া
পরান যায় জ্বলিয়া রে...
স্বজন বন্ধু ছাইরা
এসেছি, এসেছি
স্বপ্ন তোমায় লইয়া
দেখেছি, দেখেছি
ওরে কাঁন্দে হিয়া
মরমিয়া
তুমি যেয়োনা আমায় ছাড়িয়া
তুমি কাছে, তবু যে দূরে
কতো যে দূরে, ওরে বঁধূয়া
পরান যায় জ্বলিয়া রে...
মনের বন্ধন বাঁন্ধে
যাহারে, যাহারে
পরান যে কয় পাবি
তাহারে, তাহারে
আমি মন রে সুধাই
কাঁন্দিয়া, কাঁন্দিয়া
কবে বাসবা ভালো
প্রাণ দিয়া, প্রাণ দিয়া
তুমি কাছে, তবু যে দূরে
কতো যে দূরে, ওরে বঁধূয়া
পরান যায় জ্বলিয়া রে...
পরান যায় জ্বলিয়া রে...
Saturday, April 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment