আমি একটা জিন্দা লাশ
কাটিস নারে জংলার বাঁশ
আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না
আমি পিরিতের অনলে পোড়া মরার পরে আমায় পুড়িস না
প্রেমে পোড়া যায় না চেনা দেইখা শুধু মুখ
চেনা যায় যার জীবনে নাই একটু খানি সুখ
হায়রে একটু খানি সুখ
আমি যদি যাইগো মরে
আমার লাশটা বুকে ধরে
আমার লাইগা বন্ধু তোরা কান্না জুড়িস না
আমি পিরিতের অনলে পোড়া মরার পরে আমায় পুড়িস না
বুকের ভিতর মারলো অন্তর সর্বহারা শোক
আমার মত কষ্ট যেন পায় না কোন লোক
হায়রে পায় না কোন লোক
মনেরে বুঝাইলাম কত
হইল না যে মনের মত
মিছে আশায় তারি পিছে মন আর ঘুরিস না
আমি পিরিতের অনলে পোড়া মরার পরে আমায় পুড়িস না
আমি একটা জিন্দা লাশ
কাটিস নারে জংলার বাশ
আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুড়িস না
আমি পিরিতের অনলে পোড়া মরার পরে আমায় পুড়িস না
ডাউনলোড লিন্ক
Tuesday, April 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment