'ইতরপনা কার্য আমার, ঘটে রে অর্হনিশি
আমারে কি রাখবেন গুরু চরণের দাসী'
'জঠর যন্ত্রণা পেয়ে
এসেছিলাম করাল দিয়ে
সে কথা রইলাম ভূলে জগেত আসি'
'চিনলাম সে গুরু কি ধন
করলাম না তার সেবা সাধন
গুরতে বুঝি হলো রে মন ভূবন চুরাশী'
'গুরু রূপ যার বাধা হৃদয়
সমন বলে তার কিসের ভয়
লালন বলে মন তুই আমায় করলি রে দোষী'
Friday, April 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment