ফেরারী এ মনটা আমার,
মানে না কোন বাঁধা,
তোমাকে পাওয়ারই আশায়,
ফিরে আসে বারে বার।
কখনও ভাবিনি আমি,
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার, আমাকে কেন গেলে কাঁদিয়ে।
তাই আমি ফিরে আসি বারে বার।
যে পথে হারিয়েছি তোমায়, সেই পথে খুঁজে আমি যাবো
অভিমান করে থেকো না, অপবাদ দিয়ে যেও না।
তাই আমি ফিরে আসি বারে বার।
Saturday, January 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment