কি আশা নিয়ে জেগেছি সকালে
আকলাম সূর্য তোমার কপালে
অথচ সারা আকাশ জলে বিম্বিত
দৃষ্টি বিভ্রম কল্পনা প্রসূত
রকম অনেক আশা নিয়ে আমি জেগেছি
ক্ষত সেরে গেলে আবার বিব্রত হয়েছি
আলো আলো আলো
আধার ভরা আলো
আমার এ প্রাণ বৃথা উড়ে বেড়ায় তোমারঈ ছায়ায়
কি এক উৎকন্ঠা আমার সাঝের মেঘ ভেসে যায় ভেসে যায়
আমিও জেনেছি যে হায় শিশুর মত হতে হয় সরল হয়ে
Saturday, January 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
আমিও বুঝেছি যে হায় শিশুর মত হতে হয় সরল হয়ে
যা কিছু সব আকা হয়
তবে সে মুখ আসে না এ মায়ায়
আসলে এরকম মুখ নেই যে
আসলে এরকম মানুষ নেই যে
সবই আছে মায়ায়
মায়াবাদী নই আমি এ ধরায়
Post a Comment