Saturday, January 9, 2010

দুখিনি দুঃখ কোরো না - নগর বাউল

চেয়ে দেখ উঠেছে নতুন সু্য্র
পথে পথে রাজপথে ছেয়ে দেখ রঙের খেলা
ঘরে বসে থেকে লাভ কি বল?
এসো চুল খুলে পথে নামি, এস উল্লাস করি...
দুখিনি দুঃখ কর না,
দুখিনি -দুখিনি।
আধারের সিধ কেটে আলোতে এস,
চোখের বোরখা নামিয়ে চেয়ে দেখ জোস্নার গালিচা
ঘর ছেরে তুমি শহরে এসো,
চেয়ে দেখ রংধনূ, চেয়ে দেখো সাত রঙ।

মিছিলের ভির ঠেলে সামনে এসো, 
দুখের প্রিশ্তহা উল্তে দেখ শপ্নের বাগিচা
ঘরে বসে থেকে লাভ কি বল?
এস হাতে হাত ধরি, এস গান করি।

0 comments:

Post a Comment