Saturday, January 9, 2010

অনিকেত প্রান্তর - আর্টসেল

তবু এই দেয়ালের শরীরে যত ছেড়া রঙ ধুয়ে যাওয়া মানুষ
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন
আকাশের মতন অকস্মাৎ নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন
মুখ তার চোখের কাছাকাছি এসে যেন পথ ভুলে
দুটো মানচিত্র একে দুটো দেহের মাঝে
বিধে আছে অনুভুতিগুলোর ব্যাবচ্ছেদ

0 comments:

Post a Comment