এখন সকাল এখানে সকাল মেঘলা সকাল
মাটি ভেজা ভেজা গন্ধ
তোমার আকাশে কত তারা ভাসে
তুমি দেখনাতো তোমার জানালা বন্ধ
তোমার চিঠি কালকে পেয়েছি
ক'হাজার মাইল পেড়িয়ে এসেছে
তোমার কথার ছন্দ
একা একা রাত কাটানো কবরে
কুয়াশা ছড়ানো ভোরের খবরে
পাওয়া না পাওয়ার দ্বন্দ
আমার এখানে একই কাঁদাজল
বর্ষা কালে দু'পায়ে মাখানো
বাড়িতে বাইরে সেই অবিকল
একইরকম সময় কাটানো ।।
বাবার ছানিটা
বেড়াল ছানাটা মায়ের পোনাটা
সবই বেড়ে গেছে যাচ্ছে
রাত কেটে দিন
দিন কেটে দিন
জলভেজা দিন
নীলআকাশী দিন আসছে
বলতে ভুলেছি সেই যে গাছটা
আধমরা সেই ফুলের গাছটা
সেই গাছটাতে নতুন কুড়িতে
নতুন প্রানের ছন্দ
বাঁচার সেকি আনন্দ
আর কি জানাবো তোমাকে বলো
কথায় কথায় বৃষ্টি নামলো
হাওয়ায় ফুলের গন্ধ
তুমি ভালো থেকো
আমি ভালোই আছি
ভালোবাসা নিও
ভালোবাসা নিও
তুমি ভালো থেকো
Thursday, December 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment