Thursday, December 3, 2009

শূন্যতা - বাপ্পা মজুমদার

অ্যালবাম-সূর্যস্নানে চল
বৃষ্টি দেখে অনেক দূরে থাকি
বৃষ্টি যদি কপোল ছুঁয়ে যায়!
স্বপ্ন যেটুকু আছে জমা
কখন না জানি সেটুকু ধুঁয়ে যায়!
হাসতে গেলে কন্ঠ ধরে আসে
এখন আমার সব কিছুতে ভয়;
স্বপ্ন যেটুকু আছে জমা
কখন যেনো সেটুকু মুছে যায়!


সন্ধ্যা হলে চোখটা ভিজে আসে
ফিরে যাওয়ার নেইতো কোনো ঘর,
ভীড় ভেঙ্গে যায় আমি শুধু একা
বুকের ভেতর সর্বনাশী ঝড়।
হাসতে গেলে কন্ঠ ধরে আসে
এখন আমার সব কিছুতে ভয়;
স্বপ্ন যেটুকু আছে জমা
কখন যেনো সেটুকু মুছে যায়!


বাস্তবতা কোথাও তুমি নেই
ভুল করে তাই স্বপ্ন দেখেই সুখ;
কোটি মুখের প্লাবন ভেঙ্গে ভেঙ্গে
খুঁজে বেড়াই একটা প্রিয় মুখ।
হাসতে গেলে কন্ঠ ধরে আসে
এখন আমার সব কিছুতে ভয়;
স্বপ্ন যেটুকু আছে জমা
কখন যেনো সেটুকু মুছে যায়।

0 comments:

Post a Comment