ইচ্ছে করে
যাই চলে যাই অচিনপুর
যেখানে দুঃখ নেই কষ্ট নেই
ঝলমল করে আলো
রোদ্দুর.....
ইচ্ছে করে
হাটি এলোমেলো মেঠো পথ ধরে
গানের সুরে ছন্দে মাতি
ইচ্ছে করে
শহর থেকে একটু দুরে
ছায়া ঘেরা মোঠো পথ
পেড়োলেই
ছায়াঘেরা নদী
শ্যামল সবুজ বন
ইচ্ছে করে দেখি ভরে এই
দু' নয়ন
ইচ্ছে করে
যাই চলে যাই অচিনপুর
যেখানে দুঃখ নেই কষ্ট নেই
ঝলমল করে আলো
রোদ্দুর.....
ক্লান্ত লাগে নগর জীবন
কৃত্রিম প্রেমে বিষন্ন এ মন
ইচ্ছে করে সাগর পারে
সন্ধ্যা বেলা
দেখি সূর্যডোবা
দেখি বালুকাবেলা
জোৎস্না রাতে তারার মেলায়
নিমগ্ন একা
হেটে যাই
চলে যাই অনেক দুর
যেখানে দুঃখ নেই কষ্ট নেই
ঝলমল করে আলো
রোদ্দুর.....
ইচ্ছে করে
হাটি এলোমেলো মেঠো পথ ধরে
গানের সুরে ছন্দে মাতি
ইচ্ছে করে
Thursday, December 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment