যেন হাসলেই এই হৃদয়ের পূর্নিমা হয়
যে শূভ্র চাঁদ হয়ে সব করে স্বপ্নময়
সেকি আমার নয়, সে যদি আমার নয় হয় তবে
চারিদিকে কেন মাতে কলরবে তারই সাহারায়
সে তো আমারই আর কারও নয়
পুর্নিমাতে তার ছবি আঁকি হৃদয়ের দেয়ালে
রাত দিন সে বসত করে আমার খেয়ালে
আপন করে রাখি তাকে হৃদয়ের ঘরে
বারবার দেখতে ইচ্ছে হয় দু চোখ ভরে
শূভ্র সে চাঁদ ……
শূভ্র সে চাঁদ আলোকিত করে হৃদয়
সে কি আমার নয়
যাকে তোমার হৃদয় এত ভাবে, তাকে কখনো কাছে পাবে
ভালবাসারই গান শুনে, বল সে কি সাড়া দেবে
আমার গান অবিরত, তার কথা বলে
মাঝে মাঝে তাকে খুঁজে দু’চোখ ভরে জলে
আমি ফাগুন দিনে অপেক্ষায় আছি বসে
শূভ্র সে চাঁদ সুমুখে সব বলছি ভালবেসে
তার এক ঝলক, তার এক ঝলক দুনিয়া ভুলিয়ে দেয়
সে কি আমার নয়
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment