তোর জন্য আমি বন্য মাতাল অনুভব
করে সব শূন্য শুধু বন্য তুই নিখোঁজ অচিন পুরে
শপথ নিলাম তোকেই রাণী করব নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মত পাবি না কেউ স্বর্গ মর্ত্যে
দেখেছি যা দেখার ছিল এই মনের আয়নায়
অবিরত আনাগোনা বৃথা সেকি হায়
আমি ভেবে ভেবে মরি তোর মনে আছে কি
দিশেহারা আমি যে তোর প্রেমে পড়েছি
অভিমানে দূরে আমি হারাবো যখন
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ
শপথ নিলাম তোকেই রাণী করব নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস …
ডুবে থাকিস বৃথা যত ঐ নষ্ট ভাবনায়
সিক্ত পণ্যে স্বপ্ন দেখা ব্যর্থ জীবনটায়
আমি পালটে দিতে পারি তোর চোখের ঐ রঙ
নরম রোদে ভালবাসা পবিত্র ভীষণ
অভিমানে দূরে আমি হারাবো যখন
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ
শপথ নিলাম তোকেই রাণী করব নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস …
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment