নিশি গভীর হয়
চোখের পাতা এক হয় না….হয় না,
তুমি কাছে নেই বলে…
দু’চোখ নিদ্রা যায় না…
নিশি কাব্যে তোমার আগমন
দ্যেতনায় তবু এই তনু মন
কাছে এস,করব বরণ
বিনিদ্র রই তোমার কারণ
এই নিশি তুমি বিনা
পূর্ণতা পায় না, পায় না
তুমি কাছে নেই বলে দু’চোখ নিদ্রা যায় না
তুমি এলে এই নিশি আলোয় যাবে ভরে
নিশি থেকে উষা হবে মনের অগোচরে
তুমি এলেই তবে হবো নিদ্রা মগ্ন
হাহাকারে ভরা আজ এই নিশি লগ্ন
তোমার মুখটি করি স্মরণ
মনে আধাঁর স্মৃতি আবরণ
শূন্যতা, শূন্যতা আর হয় না সহন
নিশিজুড়ে আমার জাগরণ…
হাত বাড়িয়ে তোমায়
ছোঁয়া যায় না…যায় না,
তুমি কাছে নেই বলে
দু’চোখ নিদ্রা যায় না
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment